সংসদ ভেঙে না দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জামায়াতের নিবন্ধন অবৈধ
বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ফাইল ছবি: ডয়চে ভেলে

সুপ্রিম কোর্টের এক আইনজীবী আজ বুধবার জাতীয় সংসদ ভেঙে না দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) তফসিল ঘোষণা ও ২০২৪ সালের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের দিন নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন।

এডভোকেট ইউনুছ আলী আকন্দ গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত নির্বাচনের তফসিলের ওপর স্থগিতাদেশ চেয়ে এই রিট আবেদন জমা দিয়েছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে। তবে ইসি আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করলেও বর্তমান সংসদ এখনো বিলুপ্ত হয়নি।

বর্তমান সংসদের সদস্য ও রাষ্ট্র থেকে পারিশ্রমিক পাচ্ছেন এমন বেশ কয়েকজন আইনপ্রণেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। যার ফলে, বর্তমান সংসদকে বহাল রেখে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না বলে আবেদনে উল্লেখ করা হয়।

আইনজীবী ইউনুছ দ্য ডেইলি স্টারকে আজ বুধবার জানান, তিনি আগামী রোববার হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটি উত্থাপন করবেন।

 

Comments

The Daily Star  | English

Stocks break two-day losing streak  

The DSEX gained 18.71 points to close at 4,795.04

19m ago