সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অপেক্ষায় আছি: জাপা মহাসচিব

সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অপেক্ষায় আছি: জাপা মহাসচিব
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে—সে ব্যাপারে তার দল এখনো পুরোপুরি নিশ্চিত না বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ রোববার দুপুরে দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, 'কারও সঙ্গে আলোচনা, দর কষাকষিতে আমরা আর নেই। আমরা বলেছিলাম ৩০০ আসনে মনোনয়ন দেবো; তাই দিয়েছি, কয়েকটা হয়তো দিতে পারিনি। আমরা আমাদের নিজেদের শক্তিতে নির্বাচন করতে চাই। কারও সঙ্গে সমন্বয় বা যোগাযোগ আমাদের হয়নি, আমাদেরও ইচ্ছা নেই।'

তিনি বলেন, 'আমরা একটা জিনিস চাই, নির্বাচন ভালো পরিবেশে হবে। সুষ্ঠু পরিবেশে হবে। নির্বাচনে ভোটার আসবে এ রকম আস্থার অবস্থা সৃষ্টি করতে হবে। ভোটার এলে ভোট দিতে পারবে এ রকম একটা বিশ্বাসযোগ্য অবস্থার সৃষ্টি হোক—নির্বাচন কমিশনের কাছে এটা আমার প্রথম এবং শেষ কামনা।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মান-অভিমান আগেও ছিল না। এখনো নেই। জাতীয় পার্টিতে মান-অভিমান নেই। জাতীয় পার্টির বাইরে বহিষ্কৃতদের ভেতরে মান-অভিমান থাকতেই পারে। সেটা তাদের বিষয়। জাতীয় পার্টির জি এম কাদেরের নেতৃত্বে যে দল, সাংগঠনিক কাঠামো আছে সেখানে মান-অভিমান দেখি না।

'নির্বাচনে আমাদের ফরম বিক্রি হয়েছে এক হাজার ৮০০। সবাইকে দিতে পারিনি, ২৯৬টি (মনোনয়ন) দিয়েছি। এর মধ্যে যারা পায়নি, তাদের মান-অভিমান আছে। আমাকে অনেকে বলেছে,' যোগ করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, 'নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হবে সে ব্যাপারে পুরোপুরি আস্থা আমাদের এখনো আসেনি কিন্তু আমরা আশ্বাস পেয়েছি। নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পরিবেশ হবে। পরিবেশ হওয়ার জন্য অপেক্ষায় আছি।'

Comments

The Daily Star  | English
 Chhayanaut ushers in 1432 at Ramna Batamul with Raag Bhairav

Chhayanaut ushers in 1432 at Ramna Batamul with Raag Bhairav

As the sun rose over Dhaka, Chhayanaut’s Pahela Baishakh celebration for the Bengali year 1432 began at Ramna Batamul. The theme of Chhayanaut's Pahela Baishakh celebration this year is "Amar Mukti Aloy Aloy" (my freedom lies in light). Through this theme, Chhayanaut aims to convey a message of hope, resilience, and renewal.

2h ago