বেআইনি অস্ত্র জব্দ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

১৮ ডিসেম্বরের পর কোনো রাজনৈতিক কর্মসূচি নয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন অবাধ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিতে বেআইনি অস্ত্র জব্দ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার ইসির জারি করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সংসদ নির্বাচনে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করতে হবে। 

সব ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটদানে উদ্বুদ্ধ করতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভোটকেন্দ্র এবং ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়াসহ সব বেআইনি অস্ত্র উদ্ধার পরিচালনা জোরদার করার নির্দেশ দিয়েছে ইসি।

এছাড়া, চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে চাঁদাবাজ, মাস্তান ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরিপত্রে।

পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে মোতায়েনসহ চিহ্নিত গোলযোগপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আরও বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ব্যবস্থা নিতে বলেছে ইসি।

পরিপত্রে আরও বলা হয়, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকরা যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন এবং কোনো তিক্ত, উস্কানিমূলক ও ধর্মানুভূতিতে আঘাত করে এমন কার্যকলাপ বা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন কিংবা অর্থ, পেশীশক্তি অথবা স্থানীয় ক্ষমতা দ্বারা কেউ নির্বাচনকে প্রভাবিত না করতে পারে তা নিশ্চিত করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করে নিয়মিত এসব কার্যক্রম নির্বাচন কমিশন সচিবালয়কে জানাতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

50m ago