ঢাকা-১৯: জাতীয় পার্টির ২ প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল

ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-১৯ আসনে স্বতন্ত্রসহ মোট ১৩ জন প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নের বৈধতা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এ আসনে জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থীসহ ছয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা-১৯ আসনে স্বতন্ত্রসহ মোট ১৩ জন প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নের বৈধতা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এ আসনে জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থীসহ ছয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ দুপুরে ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, গণফ্রন্টের নুরুল আমীন, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ এবং জাকের পার্টি থেকে শামসুদ্দিন আহমেদের মনোনয়ন বৈধতা পেয়েছে।

অন্যদিকে এ আসনে বিভিন্ন কারণে জাতীয় পার্টির দুই প্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজ ও আবুল কালাম আজাদসহ ছয় জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেনজির আহমেদ, স্বতন্ত্র প্রার্থী এম এ মালেক ও সদ্য পদত্যাগ করা ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

Comments