চট্টগ্রাম-৯

মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রার্থিতা বহাল

মহিবুল হাসান চৌধুরী
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

একই আসনের জাতীয় পার্টির প্রার্থী সানজিদ রশিদ চৌধুরীর আপিলের শুনানি শেষে আজ শুক্রবার ইসি এ সিদ্ধান্ত নেয়।

সানজিদের অভিযোগ ছিল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল মনোনয়নপত্রে তার নিজের মায়ের জায়গায় সৎ মায়ের নাম লিখেছেন।

শুনানির সময় উপস্থিত কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানান, মহিবুলের জাতীয় পরিচয়পত্রে সৎ মায়ের নাম দেওয়া। মনোনয়নপত্রে সৎ মায়ের নাম ব্যবহার করায় মহিবুলের প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago