ঢাকায় যে আসন জাপাকে ছাড়ল আ. লীগ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী ও দলের নতুন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শেরীফা কাদের
শেরীফা কাদের। ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে ৩২টি আসন ছেড়েছে আওয়ামী লীগ।

দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আজ রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর মধ্যে রাজধানী ঢাকায় শুধু একটি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এটি হচ্ছে দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং বিমানবন্দর থানা ও ভাটারা থানার একাংশ উত্তরখান থানার এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮।

এ আসনটি জাতীয় পার্টির (জাপা) জন্য ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। 

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী ও দলের নতুন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান।

জাতীয় পার্টির জন্য ঢাকা-১৮ ছাড়াও ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩, নীলফামারী-৪, রংপুর-১, রংপুর-৩, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, গাইবান্ধা-১, গাইবান্ধা-২, বগুড়া-২, বগুড়া-৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়ি-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৮ ও নারায়ণগঞ্জ-৫ আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

এছাড়া ১৪ দলের জন্য বগুড়া-৪, রাজশাহী-২, কুষ্টিয়া-২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪ সহ মোট ৬টি আসন ছেড়েছে ক্ষমতাসীন দল।

 

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

2h ago