খসড়া তালিকায় ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন: ইসি
নতুন করে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন।
তিনি জানান, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
কমিশনের তথ্য অনুসারে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। পরবর্তীতে কেন্দ্রে গিয়ে ভোটার হয়েছেন ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন, নারী ভোটার সাত লাখ ৬৫ হাজার ৬৯০ জন ও হিজড়া ৭৫ জন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত নতুন অন্তর্ভুক্তদের নিয়ে মোট ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন।
এ সময় আরও জানানো হয়, নারী ভোটারের সংখ্যা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কারণ নারী ভোটাররা থানা পর্যায়ে গিয়ে ভোটার হননি। বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য নিলে প্রকৃত সংখ্যা এবং মৃত ভোটারের সংখ্যা পাওয়া যাবে এবং চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
Comments