বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত

‘পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ec logo

বান্দরবানের তিন উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, পার্বত্য জেলা বান্দরবান বিশেষ করে রুমা, থানচি ও রোয়াংছড়িতে যৌথবাহিনীর অভিযান চলছে।

৮ মে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনের আগে অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি বলেন, 'এই তিন উপজেলার নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।'

ব্যাংক ডাকাতি ও অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বান্দরবানে এই যৌথ অভিযান চলছে।

Comments