ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট

হাইকোর্ট
ফাইল ছবি

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ২১ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের করা রিট আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল হাই বিজয়ী হন। গত মার্চে আবদুল হাই মারা গেলে আসনটি শূন্য হয়।

গত ২৩ এপ্রিল নির্বাচন কমিশন ৫ জুন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

Comments

The Daily Star  | English

SSC examinee dies in Uttara road crash after leaving exam centre

Nayeem's classmate Pallab Kumar Shil said they were students of Uttara High School and were appearing for their SSC exams this year

18m ago