ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি ইসির

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে ইসি।
আজ মঙ্গলবার আগামী নির্বাচন নিয়ে উন্নয়ন সহযোগীদের জন্য নির্বাচন কমিশন আয়োজিত ব্রিফিং শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, দুই নির্বাচন একসঙ্গে করা যায় কি না, এতে কেমন সময় লাগতে পারে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ঢাকায় ইসি অফিসে অনুষ্ঠিত ব্রিফিংয়ে ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আবুল ফজল বলেন, নির্বাচন কমিশন ব্যাখ্যা করেছে যে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথে অনুষ্ঠিত করা সম্ভব নয়। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে পর্যায়ক্রমে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করতে প্রায় এক বছর সময় লেগে যায়। এভাবে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি করতে গেলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচন বর্তমানে নির্বাচন কমিশনের অগ্রাধিকার এবং ইসি এর জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে, যদি সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়, তাহলে ইসি সেটা সেভাবে বাস্তবায়ন করবে। এটা সরকারের সিদ্ধান্ত।
অপর এক প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, স্থানীয় সরকার নির্বাচনের পরিধি এবং কোন প্রতিষ্ঠানগুলো এতে জড়িত থাকবে তা সরকার সিদ্ধান্ত নেবে। তারপরই ইসি বলতে পারবে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে কি না। এ বিষয়ে আগে থেকে বলা সম্ভব নয়।
Comments