নির্বাচনের কর্মপরিকল্পনা এ সপ্তাহেই, বাড়ছে না ভোটকেন্দ্র: ইসি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: স্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে এবং এটি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে না বলেও জানান তিনি।

ইসি আখতার আহমেদ বলেন, 'একটা কর্মপরিকল্পনার বিষয়ে বলা হয়েছিল, আমি বলেছিলাম এই সপ্তাহে এটা করব। এটা কো-অর্ডিনেট করা হচ্ছে, ড্রাফট করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। এটা এ সপ্তাহের ভেতরে আপনাদের দিতে পারব।'

আজ ইসিতে কো-অর্ডিনেশন কমিটির মিটিং হচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, 'এনআইডি সংশোধনের আবেদন পড়েছে প্রায় ৮০ হাজার। এনআইডি সংশোধনে আবেদনকারীর আপিল করার সুযোগ আছে। আমরা নিষ্পত্তির চেষ্টা করব। আমাদের যদি ডেটা এন্ট্রি বেটার হয়, তাহলে এটার সংখ্যা আরও কমে আসবে।' 

ইসি সচিব বলেন, 'কো-অর্ডিনেশন কমিটি মিটিংয়ে ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে এবং আজ আমরা বলেছি যে, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না। তবে বাড়বে না এর অর্থ এই নয় যে, অতীতে যা ছিল সেটাই হুবহু থাকছে। এটা বাড়তেও পারে।' 

রাজনৈতিক দলগুলোর নিবন্ধনে ২২টি দলকে চিঠি দেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, 'যে ২২টি রাজনৈতিক দলের আবেদন মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল, তাদের কাজ চলছে। যাদের আবেদন বাতিল বা বিবেচনাযোগ্য মনে হয়নি, তাদের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি পাঠানো হচ্ছে। বাতিল হওয়ার পেছনে কোন শর্ত পূরণ হয়নি, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।' 

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আগাম প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মুহূর্তে কোনো উদ্বেগ নেই বলে কমিশন জানিয়েছে। সবার নিজস্ব কাজ গুছিয়ে নিলেই হবে। নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, মাঠ প্রশাসন নিজ নিজ এলাকায় কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও তাদের দায়িত্ব পালন করছে। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেন শেষ মুহূর্তে কোনো ধরনের হুড়োহুড়ি বা সমস্যা না হয়।'

Comments

The Daily Star  | English
trump zelenskiy meeting in washington

Trump tells Ukraine to give up on NATO and Crimea ahead of Zelensky meeting

Trump will meet first Zelensky and then the leaders of Britain, Germany, France, Italy, Finland, the European Union and NATO, the White House says

3h ago