কোনো ব্লেম নিতে রাজি না, নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশন কোনো ব্লেম নিতে রাজি না।
তিনি জানিয়েছেন, কমিশন নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে।
আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
সিইসি বলেন, 'উনি (চার্জ ডি অ্যাফেয়ার্স) জাস্ট একটু অবস্থাটা বুঝতে এসেছেন। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছি, আমাদের প্রস্তুতিটা কী রকম সেটা আমি উনাকে জানিয়েছি।'
তিনি বলেন, 'নির্বাচন কমিশনের ওপর যাতে কোনো ব্লেম না আসে। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, প্রস্তুতি সাফিশিয়েন্ট নয়—নির্বাচন নিয়ে এ ধরনের কোনো কথা যাতে না হয়। এ জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব।'
'যেকোনো সময় নির্বাচন; সরকার যখন চাইবে, আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব। আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না। এই কথাটা উনাকে (চার্জ ডি অ্যাফেয়ার্স) জানিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি,' বলেন তিনি।
রাজনৈতিক দলগুলোর মতভেদ নিয়ে সিইসি বলেন, 'আমার ধারণা হলো, রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থ সবার উপরে বিবেচনায় রাখবেন।'
'দলগুলো দেশের স্বার্থে কাজ করেন, দেশের কথা চিন্তা করে কাজ করেন এবং শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে একটা পজিশনে এসে যায়। আমি উনাকে (চার্জ ডি অ্যাফেয়ার্স) বলেছি যে, আমাদের রাজনৈতিক দলগুলো দেখবেন শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু গতকাল থেকে এই উদ্যোগটা নিয়েছেন, আবার আলোচনা করছেন।'
বৈঠকে মব সন্ত্রাস নিয়ে জানতে চান জ্যাকবসন। সে প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'আমি বলেছি ভোটের এখনো দেরি আছে। যারা মব সৃষ্টি করে, দেখবেন ভোটের সময় এলাকায় চলে যাবে, আর পাওয়া যাবে না। ঢাকা শহরই তো ভোটের সময় খালি হয়ে যায়! তাদের আর পাওয়া যাবে না।'
সিইসি জানিয়েছেন, বৈঠকে কালো টাকার প্রসঙ্গ এসেছে। 'এটা একেবারে বন্ধ করতে তো পারবো না। ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছি, সেটাও জানিয়েছি। আমি আশাবাদী, সর্বশক্তি দিয়ে শেষ পর্যন্ত ফাইট করব। দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন যেন হয় সেই চেষ্টা করব।'
Comments