সিইসির সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইসিতে এনসিপির প্রতিনিধি দল। ছবি: স্টার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। 

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে আজ রোববার দুপুর ১২টার কিছু পর তারা নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যান।

এসময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোর ছোটোখাটো ত্রুটি সংশোধনে কাগজপত্র জমাদানের আজ শেষদিন। দলগুলোকে আজ বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় সব তথ্য জমা দিতে হবে।

এর আগে, এনসিপিসহ ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয় ইসি। মধ্য জুলাইয়ে ইসির পক্ষে এ চিঠি দেওয়া হয়। 
 

Comments