চা-শ্রমিকের মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা: মৌলভীবাজার ডিসি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট। ছবি: মিন্টু দেশোয়ারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

আজ শনিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান জেলা প্রশাসক। পরে চা-শ্রমিক নেতারা জানান ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, 'প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে চা-শ্রমিকরা এই রেট মেনে নিয়েছেন এবং আগামীকাল থেকে কাজে যোগ দেবেন। তারাও প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। আমি বিষয়টি প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিবকে জানিয়েছি। তিনি জানিয়েছেন, ১০-১৫ দিনের মধ্যে জুমে কানেকটেড হয়ে তাদের কথা শুনবেন।'

Comments