চা-শ্রমিকদের আন্দোলনের সমর্থনে হবিগঞ্জ থেকে ঢাকায় মিজানের পদযাত্রা

চা-শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবির সমর্থনে হবিগঞ্জের চুনারুঘাটে লস্করপুর ভ্যালির চাঁনপুর চা-বাগান থেকে ঢাকার শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন বিভিন্ন নাগরিক আন্দোলনের কর্মী জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান।
চাঁনপুর চা-বাগান থেকে পদযাত্রা শুরু করেছেন মিজানুর রহমান। ছবি: রেং ইয়ং ম্রো/স্টার

চা-শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবির সমর্থনে হবিগঞ্জের চুনারুঘাটে লস্করপুর ভ্যালির চাঁনপুর চা-বাগান থেকে ঢাকার শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন বিভিন্ন নাগরিক আন্দোলনের কর্মী জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান।

আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে তিনি এই পদযাত্রা শুরু করেন। মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁনপুর চা-বাগান থেকে পদযাত্রা শুরু করেছেন মিজানুর রহমান। ছবি: রেং ইয়ং ম্রো/স্টার

মিজানুর রহমান বলেন, 'চা-শ্রমিকদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। আন্দোলনের বেশ কয়েকদিন হয়ে গেলেও তাদির দাবি মেনে নেওয়া হচ্ছে না। তাই আমি বাধ্য হয়ে এই পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছি।'

'পদযাত্রা চলাকালে যদি শ্রমিকদের দাবি পূরণ হয়, তবে আমি তা প্রত্যাহার করে নেব। আর দাবি পূরণ না হলে শ্রম মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করব', যোগ করেন তিনি।

মিজানুর রহমান গত ৮ দিন ধরে চা-শ্রমিকদের আন্দোলেন সংহতি প্রকাশ করে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন চা-বাগানে অবস্থান করছেন।

মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরেই বিভিন্ন নাগরিক আন্দোলনের সঙ্গে জড়িত আছেন। ২০১৯ সালের ২৩ এপ্রিল তিনি ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ওয়াসার পানি দিয়ে তৈরি 'শরবত' খাওয়াতে গিয়েছিলেন। তবে ওয়াসার এমডি তার সঙ্গে দেখা করেননি। তারপর থেকে মিজানুর রহমান আলোচনায় আসেন।

চাঁনপুর চা-বাগান থেকে পদযাত্রা শুরু করেছেন মিজানুর রহমান। ছবি: রেং ইয়ং ম্রো/স্টার

গত ৯ জুন মিজানকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। পরিবার ও গণমাধ্যমের পক্ষ থেকে রাজধানীর শ্যামপুর থানা ও ডিবি অফিসে যোগাযোগ করা হলে শুরুতে তাকে তুলে নেওয়ার বিষয়ে কেউই কোনো তথ্য দেয়নি। শুরুর দিকে মিজানুর রহমানকে তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে ডিবি অফিসে তার সন্ধান পাওয়া যায় এবং প্রায় ৬ ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

46m ago