রাজশাহীতেও জ্বালানি তেল ব্যবসায়ীদের প্রতীকী ধর্মঘট

রাজশাহী
স্টার অনলাইন গ্রাফিক্স

তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে খুলনার মতো রাজশাহীতেও ১২ ঘণ্টার প্রতীকি ধর্মঘট পালন করছেন সেখানকার জ্বালানি তেল ব্যবসায়ীরা।

আজ সোমবার ভোর ৬টা থেকে নগরের বিভিন্ন ডিপোতে এই ধর্মঘট শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রাজশাহীর জ্বালানি তেল ডিলার ও বিতরণ মালিক সমিতির সভাপতি মো. মনিমুল হক এ ব্যাপারে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগে যখন তেলের দাম বাড়ানো হয়েছিল, তখন সেই হারেই আমাদের কমিশন বাড়ানো হয়েছিল। এবার উচ্চহারে দাম বাড়ানো হলেও আমাদের কমিশন সে তুলনায় বাড়েনি।'

এ ছাড়া ডিপো থেকে তেল পরিবহনের খরচ বাড়লেও তা সমন্বয় করা হয়নি বলেও মন্তব্য করেন মমিনুল হক।

এর পাশাপাশি বিভিন্ন লাইসেন্স করার নামে ব্যবসায়ীদের হয়রানি করার প্রসঙ্গে তিনি বলেন, 'আগে জ্বালানি তেল ব্যবসায়ীদের কেবল বিস্ফোরক দ্রব্যের ব্যবসার জন্য লাইসেন্স নিতে হতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে কলকারখানা, পরিবেশ ও ফায়ার লাইসেন্স সংগ্রহের জন্য বাধ্য করা হচ্ছে।'

তার ভাষ্য, 'লাইসেন্স করাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্ত ভিন্ন ভিন্ন দপ্তরে ঘুরে লাইসেন্স যোগাড় করতে গিয়ে আমাদের হয়রানির সীমা থাকে না। আমরা চাই সবকিছু একটি জায়গা থেকে হোক।'

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago