মায়ের স্মৃতিতে নাঈম হাজংয়ের মৗয়ৗ লাইব্রেরি
ঢাকা কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাঈম হাজং। নেত্রকোণার কলমাকান্দার এই বাসিন্দা তার মা সুরতী হাজংয়ের স্মৃতিতে ব্যক্তিগত উদ্যোগে সুসং দুর্গাপুরে গড়ে তুলেছেন এক পাঠাগার। নাম মৗয়ৗ (মা) লাইব্রেরি, লক্ষ্য হাজংদের মাঝে পড়ার অভ্যাস ছড়িয়ে দেওয়া।
আজ শুক্রবার সকালে সুসং দুর্গাপুরের ললিত বিপিন হাজং ছাত্রাবাসে এ লাইব্রেরি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নাঈম হাজং জানান, লাইব্রেরিতে দুর্গাপুর, বিরিশিরি ও কলমাকান্দায় অধ্যয়নরত হাজং শিক্ষার্থীসহ বই পড়তে ইচ্ছুক হাজং ও অন্যান্যদের পড়ার সুযোগ থাকবে। হাজং জাতির ইতিহাস ও ঐতিহ্যসহ সাহিত্য বিষয়ক ও একাডেমিক ৮০টি বই নিয়ে যাত্রা শুরু করেছে এই লাইব্রেরি।
অনুষ্ঠানে বক্তব্য দেন ললিত বিপিন হাজং ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অবনিকান্ত হাজং, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ, কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের মো. উজ্জ্বল মিয়া, রুপীন্দ্র হাজং ও শিক্ষার্থী রাজেশ্বর হাজং।
Comments