বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে ইজারার শর্ত সংশোধন হচ্ছে: পাটমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে ইজারা দিতে শর্ত সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
চট্টগ্রামের আমিন জুটমিল পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি: স্টার

রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে ইজারা দিতে শর্ত সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের আমিন জুটমিল পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'ইজারা নিতে আগ্রহীদের চাহিদাকে বিবেচনায় নিয়ে কিছু শর্ত সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও প্রথম দিকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে এসব পাটকল চালু করতে নীতিমালাটি করা হয়েছিল। সংশোধন না করা হলে ইজারা নিয়ে সুফল না পাওয়ার শঙ্কা থেকে শর্ত সংশোধন করা হচ্ছে। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে সংশোধন প্রক্রিয়া শেষ হবে।'

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, '২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করা হয়েছিল, সবগুলোই লিজের প্রক্রিয়ায় আছে। এর মধ্যে ১০টির মতো মিলের লিজের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শর্ত সংশোধন হলে লিজ নিতে ইচ্ছুক ব্যবসায়ীরা ব্যাপকভাবে আগ্রহী হবেন।'

সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা যখন মিলগুলো বন্ধের ঘোষণা দিই, তখন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেটা করতে গিয়ে দেখি, সরকারের সঙ্গে পার্টনার খুঁজে পাওয়া অনেক মুশকিলের ব্যাপার। ৫-৬ বছর লেগে যায়। আমাদের তো একটা মার্কেট আছে, বিদেশি মুদ্রা আয় করি আমরা। দীর্ঘ মেয়াদে ইজারা দিতে না পারলে কেউ আগ্রহ দেখাবে না, তাই শর্তগুলো পরিবর্তন করা যৌক্তিক ছিল।'

পাটকলের জায়গা অবৈধ দখলে থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমাদের মূল কাজ হচ্ছে- আমরা মিলগুলো তাড়াতাড়ি চালু করব। পাটকলের জায়গা, সরকারি জায়গা অনেক দখল হয়ে আছে। সেটার দিকে এখন আমরা নজর দিচ্ছি না। মিলগুলো চালু করাই এখন আমাদের মূল কাজ।'

শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে তিনি বলেন, ৯৮ শতাংশ শ্রমিকের টাকা আমরা দিয়ে দিয়েছি। এখন তো আন্দোলনের সুযোগ নেই। তবে কিছু শ্রমিক এখনো টাকা পায়নি। এজন্য নাম সংশোধন ও কিছু মামলা সংক্রান্ত ঝামেলা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আইনি জটিলতা সমাধান করে এবং আইডি কার্ডগুলো সংশোধন করে টাকা দিয়ে দেওয়া হবে।'

Comments