৪ বছর ধরে স্কুলের শহিদ মিনারে গরু পালন করছেন তিনি

৪ বছর ধরে স্কুলের শহিদ মিনারে গরু পালন করছেন তিনি
সরেজমিনে দেখা যায়, পচাবহলা জয়তুননেছা উচ্চবিদ্যালয়ের কর্দমাক্ত মাঠের এক কোণায় বিদ্যালয়ের শহিদ মিনার। মিনারের সঙ্গেই একটি গরু বেঁধে রাখা হয়েছে। শহিদ মিনারটির চারপাশে ময়লা ও গোবর ছড়ানো। ছবি: শহিদুল ইসলাম/স্টার

জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে ৪ বছর ধরে গরু লালন পালনের অভিযোগ উঠেছে মানিক চৌধুরী নামে এক স্থানীয়ের বিরুদ্ধে। 

তিনি ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা গ্রামের বাসিন্দা। 

আজ শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পচাবহলা জয়তুননেছা উচ্চবিদ্যালয়ের কর্দমাক্ত মাঠের এক কোণায় বিদ্যালয়ের শহিদ মিনার। মিনারের সঙ্গেই একটি গরু বেঁধে রাখা হয়েছে। শহিদ মিনারটির চারপাশে ময়লা ও গোবর ছড়ানো। এছাড়া গরুর মালিকসহ অন্যরা শহিদ মিনারে স্যান্ডেল পায়েই উঠানামা করছেন।

স্থানীয়দের অভিযোগ, ৪ বছর আগে শহিদ মিনারটি নির্মাণের পর থেকেই এখানে প্রতিদিন গরু বেঁধে রাখেন মানিক চৌধুরী। মাঝে মাঝে শহিদ মিনারেই গরুকে গোসল করান তিনি। 

স্থানীয় কাপড় ব্যবসায়ী মতিন মিয়া বলেন, 'হাঁটের দিনে মিনার ও স্কুলমাঠ গরু বিক্রির স্থান হিসেবে ব্যবহার করা হয়। এতে স্কুলমাঠ গরুর গোবরে নোংরা হয়ে যায়। সেসময় শিক্ষার্থীদের অনেক অসুবিধায় পড়তে হয়।'

স্কুলটির ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হাকিম বলেন, 'গরুর মালিককে ডেকে নিয়ে আমরা বিষয়টি বুঝিয়েছি। তবুও তিনি দীর্ঘদিন যাবৎ একই কাজ করে আসছেন।'

জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদশা ডেইলি স্টারকে বলেন, 'আমরা বারবার তাকে মানা করার পরেও তিনি আমাদের কথা শুনেননি।' 

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমান ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মানিক চৌধুরি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাসায় জায়গা কম হওয়ায় এখানেই গরু বেঁধে রাখি। যখন ময়লা হয় পরিস্কার করে দেই। এতে তো তেমন কোনো সমস্যা দেখছি না।'

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

1h ago