রংপুরে অগ্রণী ব্যাংক থেকে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে নিরাপত্তা প্রহরী শামীম মিয়ার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে নিরাপত্তা প্রহরী শামীম মিয়ার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে এই মরদেহ উদ্ধার করা হয়।

শামীম রংপুর মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

ওই ব্যাংকের ব্যবস্থাপক আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শামীম ১৭ মাস থেকে নিরাপত্তা প্রহরী হিসেবে এখানে চাকরি করছেন। ১০ দিন আগে বিয়ে করেছেন।'

তিনি আরও বলেন, 'আজ সকালে শাখার লোকজন ব্যাংকে এসে দেখেন শামীম শুয়ে আছেন। ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় কাছে গিয়ে দেখা যায়, তার মুখ দিয়ে লালা ঝরছে। তখন পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়।'

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অবস্থান করছেন উল্লেখ করে তিনি জানান, ব্যাংকের টাকাসহ অন্য কিছু চুরি হয়েছে কি না তা জানা যায়নি।

এ ঘটনায় সকাল থেকে ব্যাংকের গ্রাহক সেবাও বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

শামীমের ভাই শরিফুল ডেইলি স্টারকে বলেন, 'শামীম প্রতিদিন সন্ধ্যায় বাড়ি যেত এবং সকালে ব্যাংকে আসতো। গতকাল সে বাড়ি যায়নি।'

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হোসেন আলী ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা না কি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।'

Comments