বকেয়ার জন্য বরিশাল নগরে সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া বিল পরিশোধ না করায় বরিশাল নগরে কয়েকটি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বরিশাল নগরের এমন অনেক সড়কবাতি জ্বলছে না। ছবি: সংগৃহীত

বকেয়া বিল পরিশোধ না করায় বরিশাল নগরে কয়েকটি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

গত রোববার থেকে এই সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু হলেও মঙ্গলবার তা টের পাওয়া যায় বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

এ ব্যাপারে ওজোপাডিকো'র বরিশাল অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের  ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. ফারুক হোসেন ডেইলি স্টারকে বলেন, 'প্রায় ৬০ কোটি টাকা বিল বকেয়া থাকায় মন্ত্রণালয়ের নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।'

এদিকে সিটি করপোরেশন কর্তৃপক্ষের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করার আগে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি।

সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, '১৫ সেপ্টেম্বর সিটি করপোরেশনের পক্ষ থেকে বকেয়া বিদ্যুৎ বিলের ৭৮ লাখ টাকা নেওয়া হয়েছে। কিন্তু ১৮ সেপ্টেম্বর তারা (ওজোপাডিকো) নগরের অধিকাংশ সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।'

স্বপন কুমার দাসের ভাষ্য, গত ১০ বছর ধরে করপোরেশনের বিদ্যুৎ বিল বকেয়া আছে। চক্রবৃদ্ধি হারে তা ৫০ কোটি টাকা দেখানো হয়েছে।

 

 

Comments