বাংলাদেশ

রুমা ও রোয়াংছড়িতে ভ্রমণ না করার নির্দেশ

বান্দরবান জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ২ উপজেলায় পর্যটক যেতে দেওয়া হবে না।
বান্দরবান
বান্দরবান জেলার প্রাকৃতিক দৃশ্য। ছবি: সংগৃহীত

বান্দরবান জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ২ উপজেলায় পর্যটক যেতে দেওয়া হবে না।

সোমবার রাতে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে এ দুই উপজেলায় আপাতত পর্যটক ভ্রমণ বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটকদের সঙ্গে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে কবে থেকে আবার এ দুই উপজেলায় পর্যটক যাতায়াত চালু হবে এ বিষয়ে সঠিকভাবে জানাতে পারেননি এই দুই ইউএনও।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে কয়েকটি 'সশস্ত্র জঙ্গি সংগঠনের' বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে।

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের সাইজাম পাড়া, বড়গী ছড়া, ক্যাঙড়া ছড়া, পুরনো টাইগার পাড়া ও বান্দরবানের রোয়াংছড়ির রিনিং পাড়ায় ইতোমধ্যে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

Comments