বাংলাদেশ সফরে আসছে আইএমএফ প্রতিনিধি দল

বাংলাদেশকে সম্ভাব্য ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল ২ সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে আসছে। এই দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে আইএমএফের মিশন প্রধান রাহুল আনন্দ।
আইএমএফের ঋণ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদর দপ্তর। ছবি: রয়টার্স

বাংলাদেশকে সম্ভাব্য ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল ২ সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে আসছে। এই দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে আইএমএফের মিশন প্রধান রাহুল আনন্দ।

আজ শুক্রবার ওয়াশিংটন থেকে পাঠানো আইএমএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থনীতি, আর্থিক সংস্কার এবং নীতি নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করতে তারা এ সফর করবেন। আইএমএফের উদ্দেশ্য হলো সম্ভাব্য এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি/এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি প্রোগ্রাম এবং নতুন তৈরি রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) অধীনে আগামী মাসগুলোতে অনুমোদনের বিষয়ে চুক্তির অগ্রগতি করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আরএসএফের লক্ষ্য বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু ঝুঁকির বিরুদ্ধে স্থিতিস্থাপকতা গড়ে তোলার সহায়তায় সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদী অর্থায়ন করা। আইএমএফ কর্মীরা এই সফরের সময় অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গেও যোগাযোগ রাখবেন। এটি প্রথম মিশন এবং প্রোগ্রামের আলোচনা আগামী কয়েক মাস ধরে চলতে পারে।

Comments