বান্দরবানের ৩ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল ১৬ নভেম্বর পর্যন্ত
বান্দরবানের ৩ উপজেলা রোয়াংছড়ি, রুমা ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৪ দিন বাড়ানো হয়েছে। ফলে, এই ৩ উপজেলায় আগামী ১৬ নভেম্বর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে।
আজ শনিবার বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বান্দরবান ও রাঙ্গামাটির সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। এ কারণে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোয়াংছড়ি, রুমা, থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'তবে এবার নিষেধাজ্ঞার তালিকা থেকে আলীকদম উপজেলাকে বাদ দেওয়া হয়েছে।'
'নিষেধাজ্ঞা থাকলেও অপেক্ষাকৃত কম দুর্গম এলাকা নীলগিরি, চিম্বুক, শৈলপ্রপাত, নীলাচল, মেঘলা ও প্রান্তিক লেকের মতো পর্যটন স্পটগুলোতে পর্যটক যেতে পারবেন। এক্ষেত্রে পুলিশ তাদের সহযোগিতা করবে,' বলেন তিনি।
Comments