সুনামগঞ্জে হঠাৎ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রতীকী ছবি | সংগৃহীত

সুনামগঞ্জে সড়কের পাশে দাড় করিয়ে রাখা ৩টি দূরপাল্লার বাসের বিরুদ্ধে মামলা ও জব্দ করার প্রতিবাদে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন বাস মালিক ও শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সুনামগঞ্জ থেকে আন্তঃজেলা এবং দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 
পরিবহন ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, গাজীপুর, সিলেট ছাড়াও আন্তঃজেলা ছাতক, জগন্নাথপুর ও দিরাই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

যোগাযোগ করা হলে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সেজাউল কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুনামগঞ্জ বাস টার্মিনালে দীর্ঘদিন ধরেই স্থান সংকট। তাই টার্মিনালে বাস না রেখে দূরপাল্লার বাস রাস্তার পাশে দাড় করিয়ে রাখতে হয়।'

'স্থান সংকট দূর করতে আমাদের দীর্ঘদিনের দাবি থাকলেও, প্রশাসন আজ ৩টি বাসের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশ লাইনে নিয়ে গেছে,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'প্রশাসন ৪-৫ জন চালকের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতিতে গেছেন। পরে আমরাও তাদের সঙ্গে একাত্ম হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছি।'

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago