নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ের সামনে সড়ক বিভাজকের পাশে এ ঘটনা ঘটে।

কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

বিএনপি কার্যালয়ের পাশে থাকা এক প্রত্যক্ষদর্শী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ককটেলটি চলন্ত কোনো গাড়ি থেকে নিক্ষেপ করা হতে পারে।'

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।'

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।'

এর আগে, নয়াপল্টনে মহাসমাবেশের সমর্থনে বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago