রাস্তায় নয়, শুধু খোলা জায়গায় সমাবেশের অনুমতি: ডিএমপি

রাজধানীর কোনো রাস্তায় নয়, কেবল খোলা স্থানে বা মাঠে জনসমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার।
নারী আসামির পলায়ন

রাজধানীর কোনো রাস্তায় নয়, কেবল খোলা স্থানে বা মাঠে জনসমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বলেন, পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা বিশ্ব ইজতেমা মাঠের মতো বড় খোলা জায়গায় বা মাঠে সমাবেশ হলেই আমরা কেবল সমাবেশের অনুমতি দেব।'

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগে সমাবেশ নিয়ে বিএনপির পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

তবে বিএনপি নেতারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চান না। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার তাদের যে দাবি তাতে অটল রয়েছেন।

তিনি বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে বিকল্প ভেন্যুর কোনো প্রস্তাব এখনো পাইনি।

ডিএমপি কমিশনার জানান, তারা (বিএনপি) আলোচনার জন্য এসেছিল এবং আমরা তাদের বলেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের মতো একটি বড় ভেন্যু এবং একটি খোলা মাঠ বেছে নিতে। সেক্ষেত্রে আমরা বিবেচনা করে দেখব।

গতকাল রোববার বিকেল ৪টার দিকে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল।

Comments