গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি সেক্টর কমান্ডার্স ফোরাম ও স্বজনের

শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে মানববন্ধন করে সেক্টর কমান্ডার্স ফোরাম। ছবি: দীপন নন্দী/স্টার

মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম এবং শহীদদের স্বজনেরা।

আজ বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়। একই সময়ে সাংবাদিকদের এ দাবির কথা জানান শহীদ বুদ্ধিজীবীদের স্বজনরাও৷

সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবীব বলেন, 'বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত অনেকেই এখনো দেশের বাইরে পালিয়ে আছেন। তাদের দ্রুত ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এজন্য কূটনৈতিকসহ অন্যান্য তৎপরতা বাড়াতে হবে।'

শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময় বলেন, 'বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে দূতাবাসগুলোর মাধ্যমে জানানো হয়নি এখনো। জাতি জানতে চায়, সরকার কেন তাদের ফিরিয়ে আনতে পারল না?'

সৈয়দ মোর্শেদ আলীর সন্তান তাহমিনা খান বলেন, '১৪ ডিসেম্বরের বীভৎসতার স্বীকৃতি আমাদের দাবি। স্বজনদের রক্তের দাবি আমরা ছাড়ব না। সেই গণহত্যার কথা পৃথিবীতে তুলে ধরুন। পরবর্তী প্রজন্মও যেন এই দাবিতে সোচ্চার থাকে।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

4h ago