বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে পুরো দেশ। দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের সর্বোচ্চ সম্মান জানাতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে।
দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের সর্বোচ্চ সম্মান জানাতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে পুরো দেশ। দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের সর্বোচ্চ সম্মান জানাতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে।

জাতীয় স্মৃতিসৌধে গত কয়েকদিন ধরে নিয়মিতভাবে ৩ বাহিনীর সদস্যদের কুচকাওয়াজের প্রস্তুতি ও মোটরসাইকেল মহড়া চলছে। এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দলীয় নেতা-কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসবেন বলে জানা গেছে।

স্মৃতিসৌধের ভেতরে দেখা গেছে, নানা রঙয়ের আলোকসজ্জার বাতি, গাছের নতুন টব। পরিষ্কার করা হচ্ছে পুরো জায়গা। এ ছাড়া, চারদিকে আছে কয়েক'শ সিসিটিভি ক্যামেরা।

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিজয় দিবস উপলক্ষে গত দেড় মাস ধরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতার কাজ চলছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কাজ পুরোপুরি শেষ। ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মী এ কাজে নিয়োজিত ছিলেন।'

'রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত' উল্লেখ করে তিনি বলেন, '২ দিন আগেই আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।'

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, 'নিরাপত্তার জন্য এবার স্মৃতিসৌধ এলাকায় বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা যুক্ত করা হয়েছে। এবার ১৬ ডিসেম্বরকে ঘিরে সৌধ এলাকায় ৩ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। ১ ডিসেম্বর থেকে পুরো স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিজয় উদযাপন নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছেন।'

এর আগে, গত ৪ ডিসেম্বর থেকে স্মৃতিসোধে জনসাধারণ প্রবেশ নিষেধ করে কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

Protest over students' death: Cuet to reopen on May 12

The Chittagong University of Engineering and Technology (Cuet), which was closed following a student protest over the death of two students in a road accident, will reopen on May 12.

59m ago