বিএসএফ’র নির্যাতনে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি যুবক মো. শাহীন মিয়ার (২৮) মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি যুবক মো. শাহীন মিয়ার (২৮) মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

নিহত শাহীন মিয়া বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাছা মিয়ার ছেলে।

বিজিবি দ্য ডেইলি স্টারকে জানায়, গত ১৩ ডিসেম্বর বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবক শাহিন মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

ভারতের ঘানারমাঠ বিএসএফ ক্যাম্পের টহলদল তাকে আটক করে সারারাত শারীরিক নির্যাতন করলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বনগাঁও হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৭ ডিসেম্বর তিনি হাসপাতালে মারা যান।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার মিনহাজ সিদ্দিকী বলেন, 'ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলোচনা শেষে বিএসএফ মরদেহ গত রাতে বিজিবির কাছে হস্তান্তর করে।'

Comments