৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস: পররাষ্ট্রমন্ত্রী

এখন থেকে প্রতিবছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী  এ কে আব্দুল মোমেন আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্টার ফাইল ফটো

এখন থেকে প্রতিবছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী  এ কে আব্দুল মোমেন আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, 'প্রবাসীরা দীর্ঘদিন ধরেই আমাদের জন্য কাজ করে চলেছেন। স্বাধীনতা যুদ্ধের সময়ও তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকছে। আমরা চাই তারা এ দেশের উন্নয়নের সঙ্গে আরও সম্পৃক্ত হোক। সে জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, আমরা প্রতিবছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করব।'

'কোনো কোনো ক্রিটিক বলছেন ১৮ ডিসেম্বর অভিবাসী দিবস পালন করা হচ্ছে। কিন্তু ওই দিবসটি মাইগ্র্যান্টদের জন্য। কিন্তু আমাদের যে ১ কোটি ২০ লাখ প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছেন, তাদের সম্মান জানাতে আমরা এ দিবস পালন করব,' যোগ করেন তিনি।

সিআইপি সম্মাননার মতো যেসব প্রবাসী সর্বাধিক রেমিট্যান্স পাঠান, তাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যারা বেশি রেমিট্যান্স দেন, তাদেরকে অবশ্যই আমরা সম্মান দেবো।'

বিশ্বের বিভিন্ন দেশে করোনা বৃদ্ধিতে দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ‍তিনি বলেন, 'কোনো বন্দরে স্ক্রিনিংয়ের বিষয়ে আমরা এখনো কোনো কাজ করিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের নির্দেশনা দেয়, আমরা সে অনুযায়ী কাজ করি।'

Comments