‘মেট্রোরেল কতক্ষণ চলবে তা নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত’

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেলের প্রথম দিনের কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ একটি পর্যালোচনা সভা করবে।
ছবি: স্টেশনে যাত্রীদের দীর্ঘসারি দেখা গেছে। প্রবীর দাশ/স্টার

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেলের প্রথম দিনের কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ একটি পর্যালোচনা সভা করবে।

আগারগাঁও ও উত্তরা নর্থ স্টেশনে বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়ে থাকায় সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সকাল ১১টায় পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।'

তিনি জানান, উত্তরা নর্থ স্টেশন থেকে সকাল ৮টায় যাত্রী নিয়ে প্রথম মেট্রোরেলটি ছেড়ে যায়। আগারগাঁও স্টেশনে যাত্রী নামিয়ে তা আবার উত্তরা নর্থ স্টেশনে ফিরে আসে।

এমএএন সিদ্দিক বলেন, তারা সময় মতো মেট্রোরেল ছাড়তে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ যাত্রীরা টিকিট কিনতে এবং নিবন্ধন করতে বেশি সময় নিচ্ছে।

Comments