বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু হয়েছে।
ইজতেমা শুরুর ২ দিন আগ থেকেই টঙ্গীর তুরাগতীরে পৌঁছাতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: আবু বকর সিদ্দিক আকন্দ/স্টার

গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বাদ জোহর ইজতেমা মাঠে তাদের জানাযা অনুষ্ঠিত হয়েছে।

নিহতরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নুরুল হক (৬৩) এবং তাবলীগ জামাতের গাজীপুর মারকাজের সুরা সদস্য গাজীপুর মেট্রো সদর থানার ভুরুলিয়া এলাকার আবু তালেব (৯০)।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর ডেইলি স্টারকে বলেন, 'নুরুল হক এ্যাজমা রোগে ভুগছিলেন। সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দিলে তার মৃত্যু হয়। দুপুরে জোহরের নামাজের পর ইজতেমা ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়। আসরের নামাজের পর বার্ধক্যজনিত কারণে আবু তালেব মারা যান। এশার নামাজের পর তার জানাযা অনুষ্ঠিত হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।'

Comments