ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন একই পরিবারের ৫ জন
ভারতে ১ বছর কারাভোগের পর দেশে ফিরেছেন একই পরিবারের ৫ সদস্য। আজ শুক্রবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফেরত আসা বাংলাদেশি পরিবারকে আইনি সহায়তা দেবে জাস্টিস অ্যান্ড কেয়ার এনজিও।
জাস্টিস অ্যান্ড কেয়ারের মাঠ কর্মকর্তা রোকেয়া খাতুন বলেন, 'দেড় বছর আগে তারা ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে যায়। সেখানে যাওয়ার পর তাদের ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হতো। বিষয়টি জানতে পেরে সেখানকার পুলিশ উদ্ধার করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের ১ বছরের জেল দেন। পরে ২ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদের দেশে ফেরত আনা হয়।'
Comments