রোয়াংছড়ির দুর্গম এলাকা থেকে ১ জনের মরদেহ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারানা ইউনিয়নের সামাতং ঝিরির গহীন জঙ্গল থেকে মংলুমাং নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারানা ইউনিয়নের সামাতং ঝিরির গহীন জঙ্গল থেকে মংলুমাং নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার তারাছা ইউনিয়নের ঝিরি আগা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

নিহত মংলুমাং মারমা (৫১) বান্দরবান পৌরভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা এলাকার সাবেক পৌর কাউন্সিলর উসাচিং মারমার ছেলে।

নিহত মংলুমাং এর পরিবার জানায়, গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন মংলুমাং। লামা উপজেলায় বসবাস করলেও জায়গা বিক্রির জন্য কয়েকজন লোকের সঙ্গে জায়গা দেখতে গিয়েছিলেন পাহাড়ে। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আজ কালাঘাটা গোধারপাড় পাড়ার কয়েকজন নারী বাজারে বিক্রির জন্য জঙ্গলি পাতা সংগ্রহ করতে গেলে মাথায় আঘাতপ্রাপ্ত একটি মরদেহ দেখতে পায়। ফিরে এসে স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে স্থানীয় ও পুলিশের সহায়তায়  মরদেহটি উদ্ধার করা হয়।

বান্দরবান পৌরসভার কালাঘাটা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ জানান,  নিহতের স্বজনরা মরদেহের শার্ট দেখে মংলুমাং মারমার মরদেহ বলে নিশ্চিত করেছেন।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

Comments