বাংলাদেশ

বালু উত্তোলনে বাধা, হামলার শিকার ৩ সরকারি কর্মচারী

কুমিল্লার লাকসামে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের ৩ কর্মচারী। আজ রোববার সকালে উপজেলার দৌলতগ‌ঞ্জে এ ঘটনা ঘটে।
কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লার লাকসামে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের ৩ কর্মচারী। আজ রোববার সকালে উপজেলার দৌলতগ‌ঞ্জে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-লাকসাম দৌলতগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসান, অফিস অফিস সহায়ক মো. জসিম উদ্দিন ও মুন্সি আতাউর রহমান। তাদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাকসামের সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'তাদের পরিদর্শনে পাঠানো হয়েছিল। অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।' 

তিনি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে লাকসামের গাজীমুরা এলাকায় অবৈধভা‌বে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করতে গেলে ভূমি অফিসের ওই কর্মচারীদের ওপর হামলা করা হয়।

যোগাযোগ করা হলে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'অভিযানের আগে আমাদের কেউ জানায়নি। হামলার পর ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'
 

Comments