মোটরসাইকেলে হেলমেট নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ

qader
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । ফাইল ছবি

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মফস্বল এলাকায় মোটরসাইকেল আরোহীরা হেলমেট পরছে কিনা তা পর্যবেক্ষণ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'ঢাকায় মোটরসাইকেল আরোহীরা হেলমেট পরেন। তবে মফস্বল এলাকায় এটার প্রচলন নেই।'

চলমান তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এ নির্দেশনা দেওয়া হয়। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ডিসি উদ্বোধন উদ্বোধন হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের অধিবেশন চলছে।

মহাসড়কে মোটরসাইকেল, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকার যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এই খাতে শৃঙ্খলা আনতে নীতিমালা তৈরির কাজ করছে।

'পরিবহন খাতে শৃঙ্খলা আনা আমার সর্বোচ্চ অগ্রাধিকার। অনেক রাস্তা তৈরি হয়েছে... শৃঙ্খলা নিশ্চিত করতে না পারলে এসব নির্মাণ নিষ্ফল হয়ে যাবে,' বলেন কাদের।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ডিসিদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমি শৃঙ্খলার কথা বলছি। এটা সর্বত্র প্রযোজ্য।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago