আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক। স্টার ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক আজ জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে দেশের আদালতে ৪০ লাখ ৪ হাজার ৭ টি মামলা বিচারাধীন।

এর মধ্যে দেওয়ানি মামলা ১৬ লাখ ৪৭ হাজার ৭৯০টি, ফৌজদারি মামলা ২৪ লাখ ১০ হাজার ৪৪৪ টি এবং অন্যান্য ১ লাখ ১৮ হাজার ১৮৯টি মামলা রয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বিচারকের সংখ্যা বৃদ্ধি, আদালতের অবকাঠামো উন্নয়ন, নতুন আদালত সৃজন, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি এবং বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপের ফলে বিচারধীন মামলা দ্রুত নিষ্পত্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বুধবার প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক প্রশ্নের উত্তরে জানান ,স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২১ পুস্তকের জুন-২০২২ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেসামরিক জনবলের মোট শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি। 

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

20m ago