যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডারস অ্যাওয়ার্ড’ পেলেন নূর খান

নূর খান লিটন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 'গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডারস অ্যাওয়ার্ড' পেয়েছেন বাংলাদেশের মানবাধিকারকর্মী মো. নূর খান লিটন।

নূর খানসহ মানবাধিকার নিয়ে কাজ করা বিশ্বের ১০ দেশের ১০ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এই ঘোষণা দেয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'গত ৩ দশকে নূর খান বাংলাদেশের ২টি স্বনামধন্য অধিকার সংস্থার নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করার পাশাপাশি জবাবদিহিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করেছেন।'

বিবৃতিতে আরও বলা হয়, 'তার সময়োচিত পদক্ষেপ, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষে কথা বলা এবং দেশের সুশীল সমাজের মধ্যে নেতৃস্থানীয় ভূমিকা অনেক মানুষের জীবন বাঁচিয়েছে এবং নির্দোষ অনেককে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।'

বলা হয়, 'িমানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা ও সমর্থন করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল অগ্রাধিকার, কারণ তারা গণতন্ত্র, ন্যায়বিচারে প্রবেশাধিকার, একটি প্রাণবন্ত নাগরিক সমাজ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পরিবেশগত স্থায়িত্বের অবিচ্ছেদ্য অংশ।'

মো. নূর খান ছাড়াও যুক্তরাষ্ট্রের 'গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড'পেয়েছেন ব্রাজিলের এলাইজে ডি সুজা ফারিয়াস, কম্বোডিয়ার চিম সিথার, জর্জিয়ার নিনো লোমজারিয়া ও তাঁর দল, হন্ডুরাসের রোসা মেলানিয়া রেয়েস ভেলাকুয়েজ, ইরানের নাসরিন সোতৌদে, ইরাকের আইনজীবী বাশদার হাসান এবং তাঁর নেতৃত্বে কাজ করা কয়েকজন আইনজীবী, মৌরিতানিয়ার মোহামেদ এলি এল হের, চীনের ডিং জিয়াক্সি এবং টোগোর একু ডেভিড জোসেফ দোসেহ।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago