শর্ত মেনে বইমেলায় অংশ নেবে আদর্শ প্রকাশনী

বইগুলো হলো- ফাহাম আবদুস সালামের 'বাঙালির মেডিওক্রিটির সন্ধানে', ফয়েজ আহমেদ তাইয়েবের 'অপ্রতিরোধ্য উন্নয়নের কথামালা' এবং জিয়া হাসানের 'উন্নয়ন বিভ্রম'
শর্ত মেনে বইমেলায় অংশ নেবে আদর্শ প্রকাশনী
ছবি: সংগৃহীত

বিতর্কিত ৩ বই 'প্রদর্শন বা বিক্রি না করার শর্তে' এবারের অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করতে পারবে প্রকাশনা সংস্থা আদর্শ। 

আদর্শের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুব রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে অমর একুশে বই মেলায় অংশ নেব এবং ৩টি বই প্রদর্শন বা বিক্রি করব না। বইগুলো হলো- ফাহাম আবদুস সালামের 'বাঙালির মেডিওক্রিটির সন্ধানে', ফয়েজ আহমেদ তাইয়েবের 'অপ্রতিরোধ্য উন্নয়নের কথামালা' এবং জিয়া হাসানের 'উন্নয়ন বিভ্রম'।

এ প্রসঙ্গে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব এ কে এম মুজাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি কোনো কাগজপত্র পাইনি। পেলে বইমেলা পরিচালনা কমিটি তখন সিদ্ধান্ত নেবে।'

এর আগে প্রকাশনা সংস্থা আদর্শকে আসন্ন অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

4h ago