বাংলাদেশ
শাহজালালের হ্যাঙ্গারে ২ উড়োজাহাজে ধাক্কা

বিমানের ২ প্রকৌশল কর্মকর্তা বরখাস্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানের হ্যাঙ্গারে ২ উড়োজাহাজের ডানায় ডানায় ধাক্কা লাগার ঘটনায় তদন্ত শেষে ২ প্রকৌশল কর্মকর্তাকে বরখাস্ত করেছে বিমান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে ধাক্কায় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজের পেছনের অংশ। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানের হ্যাঙ্গারে ২ উড়োজাহাজের ডানায় ডানায় ধাক্কা লাগার ঘটনায় তদন্ত শেষে ২ প্রকৌশল কর্মকর্তাকে বরখাস্ত করেছে বিমান।

তদন্ত কমিটি সূত্রে জানা যায়, বরখাস্তকৃত প্রকৌশল কর্মকর্তারা হলেন মাইনুল ইসলাম ও সেলিম হোসেন খান।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ এপ্রিল ঢাকা বিমানবন্দরে বোয়িং ৭৭৭-৩০০ই আর উড়োজাহাজটি হাঙ্গারে এ প্রবেশ করানোর সময় এর সামনের অংশ (নোজ) হ্যাঙ্গারে আগে থেকেই রক্ষিত বোয়িং ৭৩৭-৮০০ এর পেছনের অংশে (টেইল) ধাক্কা দেয়।

এ ঘটনায় মাইনুল ইসলাম ও সেলিম হোসেন খানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস সার্ভিস রেগুলেশন অনুযায়ী বিমান কর্তৃপক্ষ তাদের তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

 

Comments