ঘন কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ১১ আন্তর্জাতিক ফ্লাইট

shahjalal international airport
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর | ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আট ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এই সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে আজ ভোররাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি যাত্রীবাহী ও একটি কার্গো ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো ডাইভার্ট করে কলকাতা, হায়দ্রাবাদ, কুয়ালালামপুর ও ব্যাংককসহ কয়েকটি বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে সকাল ৮টা পর ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

Many frontliners of the July uprising, which brought down the Sheikh Hasina regime, are now in the spotlight as leading candidates in the Ducsu election.

8h ago