কালীগঞ্জে স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

এরা হলেন- নদীপাড়ার জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার বিপুল কুমার (৪৫) ও ঢাকালে পাড়ার রাজিব হোসেন (২৫)। 
স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পান করে ৩ জনের মৃত্যু হয়েছে।

এরা হলেন- নদীপাড়ার জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার বিপুল কুমার (৪৫) ও ঢাকালে পাড়ার রাজিব হোসেন (২৫)। 

বৃহস্পতিবার দিবাগত রাতে তারা মারা যান।

স্থানীয়রা বলছেন, গতকাল রাতে এদের সবাই কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে স্পিরিট কিনে পান করেন।

মৃত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, রাতে অসুস্থ হয়ে পড়ার পর তার ভাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুনের ভাষ্য, মৃত রাজিব হোসেনকেও তার স্বজনরা চিকিৎসার জন্য এখানে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে পাঠানো হয়।

জাহাঙ্গীর খাঁয়ের ভাই সোহাগ হোসেন জানান, অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, 'শহরের একটি হোমিও দোকান থেকে কিনে বিষাক্ত স্পিরিট খেয়েছিলেন তারা।'

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি আব্দুর রহিম মোল্লারও ভাষ্য, মারা যাওয়া ব্যক্তিদের সবাই স্পিরিট পান করেছিলেন।

Comments