আহমদিয়া সম্প্রদায়ের জলসা

পঞ্চগড়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ২, বিজিবি মোতায়েন

পঞ্চগড়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভকারী ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের ৭ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।

পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদা দুজন নিহতের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আহ্বায়ক আহমদ তবশের চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষে জলসায় আগত নাটোরের বনপাড়া এলাকার বাসিন্দা জাহিদ হাসান মারা গেছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।'

সংঘর্ষে পুলিশের ৭ সদস্য আহত হয়েছন। ছবি: সংগৃহীত

পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজেদুর রহমান চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষে আরিফুর রহমান নামে একজন মারা গেছেন। তিনি শহরের একটি প্রিন্টিং প্রেসের ব্যবস্থাপক ছিলেন।'

আমাদের ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, বিক্ষোভকারীরা আহমদিয়া সম্প্রদায়ের ৩০টি বাড়ি ও ৪টি দোকানে অগ্নিসংযোগ করে, স্থানীয় থানায় হামলা চালায়, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ও একটি ট্রাফিক পুলিশ অফিস ভাঙচুর করে।

তিনি আরও জানান, আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা অনিবার্য কারণবশত বন্ধ করা হয়েছে বলে শহরে মাইকিং করছে জেলা ও পুলিশ প্রশাসন। মাইকিংয়ে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের বসতি আহম্মদনগরে আজ শুক্রবার থেকে ৩ দিনব্যাপী বার্ষিক জলসা শুরুর কথা। কিন্তু এই সম্মেলন বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের কর্মীরা গতকাল থেকে বিক্ষোভ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

7h ago