ফিরতিপথে ৬ পর্যটক নিয়ে বরিশালে ‘গঙ্গা বিলাস’

গঙ্গা বিলাস
৪ জন জার্মান ও ২ জন সুইজারল্যান্ডের পর্যটক নিয়ে জাহাজটি আজ বিকেলে বরিশাল নদীবন্দরে নোঙর করে। ছবি: সুশান্ত ঘোষ/স্টার

ভারতের প্রমোদতরি গঙ্গাবিলাস ফিরতিপথে ৬ জন পর্যটক নিয়ে বরিশাল নদীবন্দরে এসে পৌঁছেছে। 

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় জাহাজটি ৪ জন জার্মান ও ২ জন সুইজারল্যান্ডের পর্যটক নিয়ে বরিশাল নদীবন্দরে নোঙর করে। 

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ও বিআইডব্লিউটিএ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। 

পর্যটকরা জানান, তারা বাংলাদেশে এসে আনন্দিত। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য তাদের মুগ্ধ করেছে।

পর্যটকদের সঙ্গে 'গঙ্গা বিলাসে' স্থানীয় গাইড হিসেবে কাজ করছে ভ্রমণ সংস্থা জার্নিপ্লাস। 

সংস্থাটির কর্মকর্তা কায়েস খান দ্য ডেইলি স্টারকে জানান, ফিরতি রুটে গত ১ মার্চ ভারতের আসামের ডিব্রুগড় থেকে ৬ জন পর্যটক নিয়ে 'গঙ্গা বিলাস' রওনা দেয়। কুড়িগ্রামের চিলমারী দিয়ে এটি ১৩ মার্চ  বাংলাদেশে প্রবেশ করে।

পরে প্রমোদতরিটি পাবনা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ হয়ে আজ বিকেলে বরিশাল বন্দরে পৌঁছায়। আগামীকাল এটি বরিশাল থেকে রওনা দেবে। ঝালকাঠি, মোংলা, বাগেরহাট, খুলনা পেরিয়ে সুন্দরবনের আংটিহারা সীমান্ত দিয়ে কলকাতায় পৌঁছাবে 'গঙ্গা বিলাস'।

কায়েস খান আরও জানান, ৬ পর্যটক আজ বরিশালের অক্সফোর্ড মিশন চার্চ পরিদর্শন করবেন। আগামীকাল বিকেল পর্যন্ত তারা বানারীপাড়া ও পিরোজপুরের কুড়িয়ানার জলপথ ও ভাসমান বাজার দেখবেন।

বিশ্বের দীর্ঘতম এই নৌরুটে 'গঙ্গা বিলাস' গত ১৩ জানুয়ারি ৩২ জন পর্যটক নিয়ে ভারতের উত্তর প্রদেশের বারানসি থেকে যাত্রা শুরু করে। 

৩ ফেব্রুয়ারি এটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। ৮ ফেব্রুয়ারি প্রমোদতরিটি সুইজারল্যান্ড ও জার্মানির মোট ২৮ জন পর্যটক নিয়ে বরিশাল পৌঁছেছিল। 

মোট ৫১ দি‌নের ভ্রমণে বাংলাদেশে ১৬ দিন অবস্থান করে 'গঙ্গা বিলাস'। 

এ ভ্রমণে ২৭‌টি নদীতে মোট ৩ হাজার ২০০ কি‌লো‌মিটার পথ পাড়ি দেওয়ার কথা প্রমোদতরিটির। এর মধ্যে মোট ৫০‌টি ট‌্যুরিস্ট স্পট ভ্রমণ কর‌ছেন পর্যটকরা।

 

Comments

The Daily Star  | English

Trump gives Mexico 90-day tariff reprieve as deadline for higher duties looms

Approximately 85% of Mexican exports comply with the rules of origin outlined in the USMCA

29m ago