২৮ ইউরোপীয় পর্যটক নিয়ে প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’ এখন বরিশালে

গঙ্গা বিলাস
বুধবার বিকেলে ব‌রিশা‌লের কীর্তনখোলা নদী‌ সংলগ্ন মু‌ক্তি‌যোদ্ধা পা‌র্কে বিআইড‌ব্লিউ‌টিএর পন্টু‌নে নোঙর ক‌রে 'গঙ্গা বিলাস'। ছবি: টিটু দাস/স্টার

ভারতের বেনারস থেকে ছেড়ে আসা পর্যটকবাহী প্রমোদতরি 'গঙ্গা বিলাস' বরিশালে এসে পৌঁছেছে।

আজ বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ব‌রিশালের কীর্তনখোলা নদী‌ সংলগ্ন মু‌ক্তিযোদ্ধা পার্কে বিআইড‌ব্লিউ‌টিএর পন্টুনে নোঙর করে 'গঙ্গা বিলাস'। 

প্রমোদতরিটিতে সুইজারল্যান্ড ও জার্মানির মোট ২৮ জন পর্যটক আছেন। তাদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

প্রমোদতরিতে পর্যটকের বাইরেও এর মালিক, ভ্রমণ গাইডসহ ৪৪ জন ক্রু আছেন। 

গঙ্গা বিলাস
প্রমোদতরিটিতে সুইজারল্যান্ড ও জার্মানির মোট ২৮ জন পর্যটক আছেন। ছবি: টিটু দাস/স্টার

গত ১৩ জানুয়ারি ভারতের বেনারস থেকে যাত্রা শুরু করে 'গঙ্গা বিলা‌স'। ৩ ফেব্রুয়ারি এটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

প্রমোদতরির পর্যটক গাইড সেবা প্রতিষ্ঠান জার্নি প্লাসের প্রতিনিধি কায়েস খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পর্যটকরা এই দেশের প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন।'

জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌ‌ফিক রহমান ডেইলি বলেন, 'ব‌রিশালে পৌঁছে পর্যটকরা অক্স‌ফোর্ড মিশন চার্চ প‌রিদর্শন করেছেন। বৃহস্পতিবার তারা ঝালকা‌ঠি ও পি‌রোজপু‌রের ভাসমান বাজার দেখ‌তে যা‌বেন।'

ব‌রিশাল ভ্রমণ শে‌ষে পর্যটকরা ঢাকা, টাঙ্গাইল ও রংপুর হ‌য়ে ভার‌তের আসা‌মের উদ্দেশে রওনা হ‌বেন বলে জানান তিনি।

পর্যটকরা বিকেলে বরিশালের অক্স‌ফোর্ড মিশন চার্চ প‌রিদর্শন ক‌রেন। ছবি: টিটু দাস/স্টার

৫১ দি‌নের পুরো ভ্রমণে বাংলা‌দেশে ১৬ দিন থাকবে 'গঙ্গা বিলাস'। এ ভ্রমণে ২৭‌টি নদীতে মোট ৩২০০ কি‌লো‌মিটার পথ পারি দেবে প্রমোদতরিটি। এই পথে ৫০‌টি ট‌্যুরিস্ট স্পট ভ্রমণ কর‌বেন পর্যটকরা। 

পর্যটকদের মধ্যে সুইজারল‌্যা‌ন্ডের নাগ‌রিক ইমা ব‌লেন, 'আমরা স‌ত্যিই অভিভূত বাংলা‌দে‌শের সৌন্দর্য‌্য দে‌খে। নিরাপত্তা ব‌্যবস্থাও অনেক ভা‌লো।'

বি‌শ্বের দীর্ঘতম এই রিভারক্রুজ 'গঙ্গা বিলা‌সের' চেয়ারম‌্যান রাজ সিং ডেইলি স্টারকে বলেন, '‌কো‌নো সমস‌্যাই হচ্ছে না আমা‌দের এই যাত্রায়। শুধু আনন্দ আর মজা হ‌য়ে‌ছে।' 

জানতে চাইলে ব‌রিশা‌লের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ডেইলি স্টারকে ব‌লেন, 'বি‌দেশি পর্যটক‌দের জন‌্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে। তারা যেখানে যেখা‌নে যা‌বেন, সেখা‌নে অতিরিক্ত পু‌লিশ মোতায়েনের পাশাপা‌শি নদী প‌থে তা‌দের সুরক্ষা দেওয়ার কাজ কর‌ছে নৌ-পু‌লিশ।'

 

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Prof Yunus named among Time’s 100 Most Influential People of 2025

A tribute article on Prof Yunus was written by Hillary Clinton for the magazine

51m ago