হবিগঞ্জে স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।
হবিগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাদিশাইল গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন-গাদিশাইল গ্রামের সূয্যুল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও সন্তান ইয়াছিন মিয়া (১০)।

পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় সূয্যুলের মরদেহ পাওয়া যায়। তার ঘরের খাটে প্রতিবন্ধী সন্তান এবং খাটের নীচ থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।'

শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানান ওসি।

নারীর শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, জানতে চাইলে ওসি বলেন, 'মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। পরে বলা যাবে।'

Comments