চট্টগ্রামে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পাহাড়তলীতে ৭ দিন ধরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের পাহাড়তলীতে ৭ দিন ধরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ বুধবার সকালে পাহাড়তলী থানার আলমতারা মুরগির ফার্ম এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন চট্টগ্রাম পিবিআই মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা।

তিনি বলেন, 'এ ঘটনায় গতকাল মঙ্গলবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-২–এ অপহরণের মামলা করেন। পর আজ সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।'

ওই শিশুর মা ও মামলার বাদীর আইনজীবী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব জিয়া হাবিব আহসান বলেন, 'আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পাহাড়তলী থানার ওসিকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন। মামলায় স্থানীয় এক তরকারি বিক্রেতাকে আসামি করা হয়েছে।'

Comments