দেশে বেকারত্ব কমেছে: বিবিএস জরিপ

দেশে এখন বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার, যা ২০১৬-১৭ সালের তুলনায় ২ দশমিক ৫৯ শতাংশ কম।
প্রতীকী ছবি

দেশে বেকার জনগোষ্ঠির সংখ্যা কমেছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপের তথ্য থেকে জানা গেছে।

আজ বুধবার এ জরিপ প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যায়, দেশে এখন বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার, যা ২০১৬-১৭ সালের তুলনায় ২ দশমিক ৫৯ শতাংশ কম।

এর মধ্যে, বেকার পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার ও বেকার নারী ৯ লাখ ৪০ হাজার। 

২০১৬-১৭ সালে দেশে বেকারের সংখ্যা ছিল ২৭ লাখ।

জরিপের তথ্য অনুযায়ী, দেশের বেকারত্বের হার ৪ দশমিক ৩ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে।

জরিপে দেখা গেছে, ২০২২ সালে দেশের মোট শ্রমশক্তি বেড়ে ৭ কোটি ৩৪ লাখে পৌঁছেছে, যা ৫ বছর আগে ছিল ৬ কোটি ৩৫ লাখ।

Comments