জিডিপিতে নারীর গৃহস্থালি কাজ যোগের নির্দেশ, প্রধানমন্ত্রীকে মানুষের জন্য ফাউন্ডেশনের অভিনন্দন

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারীর অস্বীকৃত ও অমূল্যায়িত গৃহস্থালি ও সেবামূলক কাজ যোগ করার নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর গৃহস্থালি ও সেবামূলক কাজের মূল্যায়ন করে, তা জাতীয় জিডিপিতে অন্তর্ভুক্ত করা ও জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সংস্কারের প্রয়োজনীয়তা মানুষের জন্য ফাউন্ডেশনের দীর্ঘ দিনের দাবি৷ নারীর অবমূল্যায়িত কাজের স্বীকৃতির দাবি ও প্রয়োজনীয়তা নিয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের দীর্ঘদিনের অ্যাডভোকেসির ও প্রচারাভিযান 'মর্যাদায় গড়ি সমতা'র মূল সারাংশের প্রতিফলন প্রধানমন্ত্রীর একনেকের সভায় প্রতিফলিত হওয়ায় আমরা আনন্দিত ও অভিনন্দন জানাই৷ মানুষের জন্য ফাউন্ডেশন মনে করে, এটা এক ধাপ অগ্রগতি বাংলাদেশের জন্য৷

এতে আরও বলা হয়, একনেক সভায় প্রস্তাবিত এই নির্দেশ বাংলাদেশের জন্য এক মাইলফলক ভূমিকা পালন করবে নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রায়৷

মানুষের জন্য ফাউন্ডেশনের বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, নারীর অর্থনৈতিক কাজে অংশগ্রহণের ক্ষেত্রে প্রধান বাধা গৃহস্থালি কাজ। কোনো অর্থনৈতিক লেনদেন বা ক্ষতিপূরণ পাওয়ার আশা না রেখেই নারীরা গৃহস্থালি কাজ করেন৷ তাদের এই কাজ উৎপাদনের জাতীয় হিসাব অথবা জাতীয় আয় পরিমাপের পদ্ধতির (এসএনএ) বাইরে থাকে৷ যদিও জাতীয় প্রবৃদ্ধিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দেশের নীতি-কাঠামোতে দুর্বলতা চিহ্নিত করা, মানুষের চিন্তা-আচরণে পরিবর্তন আনা, স্বীকৃতির পাশাপাশি পুনর্বন্টন, কাজের চাপ কমানোর জন্য ক্ষেত্রগুলো চিহ্নিত ও অ্যাডভোকেসির জন্য ২০১২ সাল থেকে কাজ করছে মানুষের জন্য ফাউন্ডেশন।

প্রধানমন্ত্রীর নির্দেশকে নিজেদের একটি সফলতা হিসেবে দেখছে সংস্থাটি। তাদের মতে, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা জেন্ডার বৈষম্য কমিয়ে আনতে ভূমিকা পালন করবে৷

মানুষের জন্য ফাউন্ডেশন প্রস্তাব করে আসছে, নারীর গৃহস্থালির হিসাব স্যাটেলাইট অ্যাকাউন্ট ব্যবস্থায় করা সম্ভব। এটি এমন একটি হিসাব পদ্ধতি, যা দিয়ে ঘরের অ-অর্থনৈতিক সেবামূলক বা গৃহস্থালি কাজ মাপা হয়৷ বিশ্বের অনেক দেশের অর্থনীতিবিদরা সাধারণত স্যাটেলাইট অ্যাকাউন্ট সিস্টেমের মাধ্যমে নারীর অমূল্যায়িত কাজকে চিহ্নিত করেন৷

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally at Jamuna after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

24m ago